MY PERSONAL

please setup this software   Avro Download

এই পৃষ্টার লেখা পড়ার আগে আপনার কম্পিউটারে AVRO software setup করে নিন 


শেষ জীবনের ভাবনা
মোহাম্মদ রিয়াজুল ইসলাম

আশিটা বছর হয়ে গেছে পাড়
জীবনের হিসাব মিলায়ে দেখিনি
কোন দিন ও তো একবার ।
কি করিতে এসে ছিলাম কি করে গেলাম
রাখিনি তো কোন খবর
অনেকটা পথ পিছনে ফেলে এসেছি
স্বমুখে এখন ডাকিছে কবর ।
রঙ্গে রঙ্গে জীবনকে ভাসিয়েছি সাগর তরঙ্গে
ক্ষণিকের সুখে সব ভুলে থেকেছি
মনকির নকির করিলে সাওয়াল
হিসাব দেব কি?
কি করে পার হব ফুলছে রাতের পুল
কেয়ামতের সেই কঠিন লগ্ন
আজ বেলা শেষে দেখি এসে
পৃথিবীর মোহ ভুল সবই ভুল
ক্ষণিকের এক রঙ্গিন স্বপ্ন
স্রষ্টা মানুষ সৃষ্টি করেছে
দিয়েছে আশ্রাফুল মকলূকাতের স্রেষ্টতম সম্মান
কি প্রতিশ্রুতি দিয়ে এসেছি
আর কি করে গেলাম
ক্ষণিক পৃথিবীর সুখের কথা ভেবে
মহা জীবনের করেছি মহা ক্ষতি
শেষ বিচারের দিন হিসাব দেব কি
রঙ্গিন আলোর ঝিলিক দেখে দেখে
আশিটা বছর করে দিয়েছি পার
কি নিয়ে যাব সাথে করে
চির দিনের ঘরে আলো জ্বালাবার




মেঘ বালিকা
মোহাম্মদ রিয়াজুল ইসলাম 

মেঘ বালিকা ও মেঘ বালিকা
একা একা কোঁথায় যাও উড়ে উড়ে
কোন দেশে কোন তেপান্তরে।
আমার মনের একটি কথা
নিয়ে যাও ও মেঘ বালিকা
তোমার সাথী করে।
দেখা হলে মোর প্রিয়ার সাথে
বলো আমি ভালো নেই আমি ভালো নেই
এক একা তাকে ছেড়ে
বিরহী প্রান কাঁদে তার ছোঁয়া পেতে
ও মেঘ বালিকা আমায় নিয়ে
যাবে কি তোমার সাথে
তুমি যেখানে খুশি যেতে পারো
কাছে দূরের প্রান্তরে
আমার মনের কথা মালা গেথে
রেখেছি তার গলায় পরাব বলে
নূপুর করে রেখেছি চরণ দুটিতে জরাব
সে কথা জানাব তাকে কেমন করে
মেঘ বালিকা ও মেঘ বালিকা
আমার মনের একটি কথা
নিয়ে যাও তোমার সাথী করে।








দেশদ্রোহী
মোহাম্মদ রিয়াজুল ইসলাম

চোরের মায়ের বড় গলা সব সময় থাকে
এরা সত্যি প্রমান করিতে চায় চরম মিথ্যেটাকে।
তাল বাহানা দেখায় কত করে অভিনয়
বাহীর থেকে দেখলে তাঁদের চিনতে কষ্ট হয়।
পানির রংয়ের মত তাঁদের বহুরূপী রং
যে পাত্রের ছোঁয়া পায় হয়ে যায় সেই পাত্রের ধরণ।
নরকের কিটের মত হলো এদের চরিত্র
ভাব দেখায় এমন যেন ফুলের মত পবিত্র।
সবার ভালো চায়না এরা নিজের টুকু বুজে বেশ
এমন লোকের জন্য আজ নষ্ট সমাজ পরিবেশ।
তারা হলো দেশদ্রোহী জাতীর দুশমন
মীর জাফরের মত ভঙ্গ করে বিশ্বাস
হিংস্র জানোয়ারের মত বিষাক্ত তাঁদের নিঃশ্বাস।
বাহীরে সাধুর পোশাক ভিতরে শয়তান
শাঁক দিয়ে মাছ ঢাকার মতন
মিথ্যেটাকে করিতে চায় সত্য প্রমান।
চোরের মায়েরা বড় গলা সব সময় চায় দেখাতে
জাতীর অনেক ক্ষতি হবে না পারলে এদের ঠেকাতে।
দুই এক জনের জন্য আজ কোঁটি কোঁটি জনতা
দেশ বিদেশে সৃষ্টি হচ্ছে কঠিন কঠিন বৈরিতা।
কলঙ্কিত মায়ের এরা কলঙ্কিত সন্তান
এমন কিছু পশুর জন্য নষ্ট আজ
বাংলা মায়ের পবিত্র সম্মান।




জনম দুঃখী মাঝি
মোহাম্মদ রিয়াজুল ইসলাম 

আমি ও মাঝি হলাম নদী হল বাঁকা
ভাগ্যে আমার শুধু দুঃখই লেখা
যে দিকে হাল দরি পাল উড়ায়ে
পদ্মা মেঘনা সে ও যায় শুকায়ে।
বালু চরে পরে থাকি আমি একা একা
আমার এ ভাঙ্গা তরী হয়না নোঙ্গর
পায়না খুঁজে কিনারা।
ঈশান কোণের ঐ পাগলা হাওয়া
কি যে বলে যায় করে ইশারা।
উজান ভাটি ঝড় ঝঞ্জাটে
আমার এ পথ চলা দিনে ও রাতে
পাই না খুঁজে আমি পরের দেখা
কখনো শান্ত শীতল ক্ষর শ্রোতা
চপল মেয়ের মত চঞ্চলতা
বহুরূপী নদী দেখে দেখে
মনে পরে হাজার স্মৃতি কথা
নদী ও শুকায়ে যায় গ্রীষ্ম এলে
আমার দুঃখের নদী শুকাবেনা কোন কালে
এ জীবন বয়ে যাবে চোখের জলে
আঁকা বাঁকা নদীতে পথ চলিতে চলিতে
ক্লান্ত হয়ে ও আমি পাইনা পরের দেখা।


No comments:

Post a Comment